সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ কিছুদিন আগেই বন্দর এলাকার একটি থানার ওসি করোনা আক্রান্ত হয়েছিলেন সেই খবর আমরা মুদ্রিত করি। তিনি সম্প্রতি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কিন্তু এরমধ্যেই কোলকাতা পূর্ব বিভাগের বাইপাস লাগোয়া থানার এক অফিসার ইন চার্জের শরীরে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেল।
সুত্রের খবর ওই অফিসার বাইপাস লাগোয়া একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার স্ত্রী, দেহরক্ষী ও গাড়ির চালককে আইসোলেশনে পাঠানো হয়েছে। তাদের রক্তের নমুনা ল্যাবেরটরী তে পাঠানো হয়েছে কিন্তু রিপোর্ট হাতে আসেনি এখনও পর্যন্ত। স্বাস্থ্য দপ্তর সুত্রের খবর ওই আক্রান্ত ওসির বাসস্থান জীবাণুমুক্ত করা হচ্ছে।