সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ কোলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন গত জুলাই মাসে একটি বিশেষ নাগরিক পরিষেবা চালু করেন যাতে ফোনের মাধ্যমে কোলকাতার মানুষ সরাসরি মেয়রকে তাদের অভিযোগ বা অসুবিধার কথা জানাতে পারবে। এই অনুষ্ঠানের নাম ‘টক টু মেয়র’ যা প্রতি বুধবার দুপুর ৩ – ৪ টে এই এক ঘন্টা অনুষ্ঠিত হয়ে আসছিল।
আগামী ৭ মে মেয়াদ শেষ হচ্ছে কলকাতা পুরসভার বর্তমান বোর্ডের। তাই বন্ধ হয়ে যাচ্ছে ‘টক টু মেয়র’ অনুষ্ঠান। শনিবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানেই এই খবর জানিয়ে দেন মেয়র ফিরহাদ হাকিম। নতুন ব্যবস্থায় আপাতত ওই একই নম্বরে ‘ইয়োর কমপ্লেন টু কর্পোরেশন’ ব্যবস্থায় নাগরিক পরিষেবা প্রদানকারী অফিসারদের অভিযোগ করা যাবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, বিগত কিছুদিন ধরেই মেয়রের কাছে রেশন না পাওয়া নিয়ে অনেক ফোন আসে নাগরিকদের। এছারা জল জমা এবং ডেঙ্গি হানা নিয়েও অভিযোগ শুনতে হয়। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন তাঁর আধিকারিকদের।
Like!! Thank you for publishing this awesome article.