সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ উত্তর কাশ্মীরের হিন্দওয়ারায় ১৮ ঘণ্টার জঙ্গিবিরোধী অভিযানে গতকাল ভারতীয় সেনার দুই অফিসারসহ শহিদ হলেন মোট ৫ জন। এদের মধ্যে ছিলেন কর্নেল আশুতোষ শর্মা, মেজর অনুজ সুদ, নায়েক রাজেশ কুমার, ল্যান্স নায়েক দীনেশ ও কাশ্মীর পুলিশের সাব-ইনস্পেক্টর শাগির আহমেদ পাঠান কাজি।
সুত্রের খবর কিছুদিন আগে পাক অধিকৃত কাশ্মীর থেকে লস্কর-ই-তৈবার কিছু জঙ্গি ভারতে ঢুকে পড়ে। গত শনিবার এরা চাঙ্গিমুল্লা নামক গ্রামের একটি বাড়ির সদস্যদের পণবন্দী করে ফেলে। এই খবর পেয়ে কর্নেল শর্মা ও কাশ্মীর পুলিশ নিজেদের দল নিয়ে ঘটনাস্থলে যান। এরপর বেশ কিছুক্ষণ গুলির লড়াইয়ের পর বাড়ির ভেতর ঢুকতেই প্রচুর গুলিবর্ষণ শুরু হয় তাদের ওপর। পণবন্দীদের বাঁচানোর পর শহিদ হন এই পাঁচ সেনা ও পুলিশ আধিকারিক। পরে প্যারা ট্রুপারের একটি দল জঙ্গিদের নিঃশেষ করে।
প্রধানমন্ত্রী শহিদগন এবং তাঁদের পরিবারদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। কর্নেল শর্মার আদিবাড়ি উত্তরপ্রদেশে। তাই যোগী আদিত্যনাথ তাঁর পরিবারকে ৫০ লাখ দেওয়ার ঘোষণা করেন। ভারতীয় নাগরিকদের সুরক্ষায় নিরাপত্তা বাহিনী যে সদা প্রস্তুত তা আরও একবার স্মরন করিয়ে দেন জেনারেল বিপিন রাওয়াত।