সংবাদ ভাস্কর নিউজ : সূত্রে খবর, করোনা সংক্রমন জন্য রাজ্যে চলছে তৃতীয় দফা লকডাউন। আর তার জেরে অন্য রাজ্যে আটকে পরেছে বিভিন্ন শ্রেনির মানুষজন। আর কেন্দ্রীয় সরকার এই অন্য রাজ্যে আটকে থাকা মানুষজনদের নিজ রাজ্যে ফেরার অনুমতি দিয়েছে ২৯ এপ্রিল। কিন্তু লকডাউন চলাকালীন কিভাবে অন্য রাজ্য থেকে মানুষ নিজ রাজ্যে ফিরবে তা নিয়ে অনেক সমস্যাও রয়েছে।
আর এই সমস্যা দূর করতে বাসের পাশাপাশি বিশেষ ট্রেন চলাচলের অনুমতি দিয়েছে কেন্দ্র। মে মাস থেকেই শুরু হয়েছে বিশেষ ট্রেন চলাচল। অন্যদিকে রাজ্য সরকার জানিয়েছে অন্য রাজ্য থেকে নিজ রাজ্যে ফিরতে উক্ত রাজ্যের প্রশাসনের সাথে যোগাযোগ করতে হবে। কিন্তু প্রশ্ন হল কিভাবে করা যাবে যোগাযোগ।
পশ্চিমবঙ্গের প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য দুটি নম্বরের ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার। যথা- ০৩৩২২১৪৩৫২৬ অথবা ১০৭০। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের অফিশিয়াল ওয়েবসাইট wb.gov.in এ অনলাইনে আবেদনও করা যেতে পারে।এছাড়া একজন নোডাল অফিসার হিসাবে পিবি সেলিমকে রাখা হয়েছে অন্য রাজ্যে আটকে থাকা মানুষজনদের রাজ্যে ফিরিয়ে আনার বিষয়টি দেখার জন্য। আর এরাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার জন্যও আবেদন করতে পারেন এই ওয়েবসাইটে।
