
সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ প্রতিদিন দেশ জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রুগীর সংখ্যা। আমাদের রাজ্যও তার ব্যতিক্রম না। বহুদিন ধরেই কেন্দ্র ও রাজ্যের আক্রান্ত ও মৃতের সংখ্যার মধ্যে একটা ফারাক দেখা যাচ্ছিল যা নিয়ে দুই পক্ষের চাপানউতোর লেগেই ছিল।
অবশেষে জেলাভিত্তিক করোনা আক্রান্তের ও মৃতের তালিকা প্রকাশ করলো রাজ্য সরকার। সোমবার রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা সাংবাদিক বৈঠকে জানান, “এর আগে আমাদের কাছে সব জায়গা থেকে ঠিকঠাক রিপোর্ট আসছিল না। এখন সরকারি ও বেসরকারি সমস্ত ল্যাব থেকে সঠিক রিপোর্ট আসা শুরু করেছে। ফলে এখন আমরা আজ থেকে সমস্ত খুঁটিনাটি রিপোর্ট জানাতে পারবো করোনা সংক্রমণ নিয়ে।” ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের করোনা রোগীর সংখ্যা পৌঁছে গেছে ১২৫৯ জনে। আর মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ তে। এখনো পর্যন্ত এরাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ২১৮ জন।