
সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ করোনা-সঙ্কটের প্রথম থেকেই তথ্য প্রকাশ নিয়ে রাজ্যপাল ও রাজ্যসরকারের মধ্যে বাদানুবাদ চলছে। প্রথমে টুইটে ও পরে পত্র এবং পাল্টা পত্রাঘাতের মধ্যে দিয়ে তা আরও দৃশ্যমান হয়েছে পশ্চিমবঙ্গ তথা ভারতের জনগনের মধ্যে। সম্প্রতি রাজ্যপালের তরফ থেকে আরও একটি পত্রাঘাত ঘটনাকে আরও একবার উস্কে দিল।
সুত্রের খবর সোমবার রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্য সরকারকে একটি ৪ পৃষ্ঠার চিঠির মাধ্যমে পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতির ‘ভয়ঙ্করতম’ দিকটি তুলে ধরেন। এছাড়াও রেশনে ত্রাণ বন্টনে দুর্নীতি ও পুলিশের ‘নিষ্ক্রিয়তা’, সংবাদপত্রের কণ্ঠরোধ ইত্যাদি বিষয়ের উল্লেখ করে তার কারন ও সমাধানের উপায় খুঁজতে বলেন।
প্রসঙ্গত, এর আগেও তিনি ১৪ পৃষ্ঠার একটি বিরাট চিঠি দিয়ে করোনা পরিস্থিতি এবং আরও অনেক অব্যবস্থার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছিলেন। আবার নতুন করে এই ‘পত্রাঘাত’ কি সত্যিই রাজ্যের পক্ষে কোন দুঃসময়ের ইঙ্গিত দিচ্ছে?