সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ সম্প্রতি জনপ্রিয় গবেষণা পত্রিকা ‘দ্য ল্যান্সেট’ করোনা সংক্রান্ত একটি তথ্য তুলে ধরেছেন। তাতে দেখা যাচ্ছে অল্পবয়স্ক ব্যাক্তিরা যদি স্থুলতায় ভোগেন তাহলে তাঁদের করোনার শিকার হয়ে মৃত্যুর সম্ভাবনা অনেক বেশী হয়।
এতদিন আমরা জেনে এসেছি বয়স্ক ব্যাক্তিরা সবচেয়ে বেশী আক্রান্তপ্রবন থাকেন। কিন্তু নতুন এই সমীক্ষার ফল আরও চিন্তার উদ্রেক করলো। সাধারনত টাইপ ২ ডাইবেটিস ও উচ্চ রক্তচাপের শিকার হওয়া মানুষরা স্থুল হন। এরা করোনা আক্রান্ত হলে ‘অ্যাডাল্ট রেস্পিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম’ এর দিকে চলে যায় যার ফলে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া সত্ত্বেও ডায়াফ্রাম প্রসারণ ও আগের অবস্থায় ফেরান কার্যত অসম্ভব হয়ে ওঠে। ফলে মৃত্যু অনিবার্য হয়।
উপরোক্ত সমীক্ষার ফল আমাদের আরও একবার মনে করিয়ে দিচ্ছে যে এখন আমদের ‘হার্ড ইমিউনিটি’র জোরেই বাঁচতে হবে আগামী দিনে। তাই যতটা সম্ভব স্বাস্থ্যকর খাওয়া ও শরীরচর্চা করে যাওয়াতেই করোনামুক্তি সম্ভব।