সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ করোনা সংকটে যখন দেশ তথা বিশ্বব্যপী সমস্ত জনজীবন থমকে গেছে তার মধ্যেও মাঝেরহাট ব্রিজের নির্মাণ কাজ বহাল রয়েছে।
প্রসঙ্গত গত ৪ ঠা সেপ্টেম্বর ২০১৮, আচমকাই ভেঙ্গে পড়েছিল কোলকাতার ব্যস্ততম মাঝেরহাট সেতু। রাজ্য সরকার এক বছরের মধ্যেই নতুন ব্রিজ উদ্বোধনের কথা দিলেও তা রাখতে পারেন নি। কেন্দ্র ও রাজ্যের পরস্পরের সংঘাতে ক্রমাগত পিছিয়ে গেছে ব্রিজের নির্মাণ কাজ। এখন রেলমন্ত্রক ও পূর্ত দপ্তর ঠিক করেছে জুলাই মাসেই কাজ শেষ করে দেবে। তাই লকডাউনের সুযোগ কে কাজে লাগিয়ে চটজলদি শেষ করা হচ্ছে এই কাজ।
আপামর বেহালাবাসীর কাছে এটা সুখবর কারন হাওড়াসহ অন্যান্য অঞ্চলের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এই সেতুটি। এবার হয়ত আশার আলো দেখতে চলেছে তারা।