-Advertisement-

রাজ্য সরকারের উদ্যোগে রাজস্থানে আটকে পড়া ৫৮ জন ছাত্রছাত্রীকে ফিরিয়ে আনা হলো দক্ষিণ দিনাজপুর জেলায়পল –

পশ্চিমবঙ্গ

সংবাদ ভাস্কর নিউজ : মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ রাজ্য সরকারের উদ্যোগে রাজস্থানের কোটায় আটকে পড়া দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকের মোট ৫৮ জন ছাত্রছাত্রীকে এই দিন বাড়ি ফিরিয়ে আনা হলো।জানা যায়, করোনা পরিস্থিতিতে জারি লকডাউন এর জেরে ভিন রাজ্যে পড়াশোনা করতে গিয়ে আটকে পড়েছিল এই ছাত্রছাত্রীরা । প্রথমে রাজস্থানের কোটা থেকে শিলিগুড়ি NBSTC বাস ডিপো এবং সেখান থেকে পরবর্তীতে দক্ষিণ দিনাজপুর জেলায় নিয়ে আসা হয় রাজস্থানে আটকে পড়া ছাত্র ছাত্রীদের।এই দিন সকালে কুসুমন্ডি ব্লকে বাস এসে পৌঁছালে কুসুমন্ডি ব্লকের BMOH এর তত্ত্বাবধানে ছাত্র-ছাত্রীদের স্ক্রিনিং করা হয় এবং তাদেরকে ১৪ দিনের হোম কোয়ারান্টিনে থাকার নোটিশ দেওয়া হয় প্রশাসনের তরফে।ভিন রাজ্য থেকে দীর্ঘ দিন বাদে বাড়ি ফিরতে পেরে খুশি ছাত্রছাত্রীরা রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সকলেই ।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-