সংবাদ ভাস্কর নিউজ : নবান্ন সূত্রে খবর, দেশজুড়ে তৃতীয় দফা লকডাউন চলাকালিন প্রতিনিয়ত আমাদের দেশেও বেড়ে চলেছে করোনা সংক্রমণ। দেশের পাশাপাশি কমতি নেই রাজ্যেও। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের করোনা রোগীর সংখ্যা পৌঁছে গেছে ১২৫৯ জনে। আর মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ তে। এখনো পর্যন্ত এরাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ২১৮ জন।

সোমবার সন্ধ্যা বেলায় রাজ্যের করোনা সংক্রমণ নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে তাতে রাজ্যে শুধু মোট সংক্রমণের সংখ্যা জানা গিয়েছে এমনটা নয়। পাশাপাশি এদিন স্পষ্টভাবে জানা গিয়েছে রাজ্যের কোন জেলায় কতজন করোনা রোগী অ্যাক্টিভ রয়েছেন। শুধু তাই নয় এছাড়াও জানা গিয়েছে কোন জেলা থেকে কত নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য। পাশাপাশি এই বুলেটিনে জানানো হয়েছে মৃত্যুর হার, কতজন হাসপাতালে ভর্তি সমস্ত কিছু। পাশাপাশি এই তালিকায় বীরভূম জেলার অরেঞ্জ জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে।

