সংবাদ ভাস্কর নিউজ : কলকাতা পুরসভার সূত্রে খবর, মঙ্গলবার একথা জানালেন মেয়র ফিরহাদ হাকিম। তবে কে হচ্ছেন প্রশাসক? সে বিষয়ে এখনও কোনও ঘোষণা হয়নি। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, “প্রশাসক কে হবেন, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২-১ দিনের মধ্যে নির্দেশিকা প্রকাশ করা হবে।” এই প্রথমবার বসতে চলেছেন প্রশাসক।
রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনার পর নির্বাচন কমিশনও পুরভোট স্থগিত করার বিষয়ে সিদ্ধান্ত নেয়। আর এরফলেই প্রশ্নচিহ্ন দেখা দেয় কলকাতা পুরসভার ভবিষ্যৎ নিয়ে। কারণ কলকাতা পুরসভার আইন অনুযায়ী প্রশাসক বসানো যায় না। শেষমেশ আজ মেয়র ফিরহাদ হাকিম জানালেন, উদ্ভূত জরুরি পরিস্থিতিতে কলকাতা পুরসভায় প্রশাসক বসানোর পথেই হাঁটছে রাজ্য সরকার।
প্রসঙ্গত, ৭ মে মেয়র হিসেবে তাঁর শেষ দিন। ৭ তারিখের পর আর মেয়র থাকতে পারবেন না ফিরহাদ হাকিম। ৮ তারিখ থেকে কলকাতা পুরসভা চালাবেন প্রশাসক। এখন প্রশাসক কে হবেন? বর্তমান কমিশনার না অন্য কেউ, তা শীঘ্রই নির্দেশিকা দিয়ে জানাবে রাজ্য।