-Advertisement-

কোয়েল মল্লিক এক ফুটফুটে পুত্রসন্তানের মা হলেন

কলকাতা বিনোদন

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ সুত্রের খবর গতকাল ভোর ৫ টায় দক্ষিন কোলকাতার এক বেসরকারী নার্সিংহোমে কোল আলো করে এক পুত্রসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক।

-Advertisement-

সন্তানের আগমনের খবর কিছুদিন আগে টুইট করে জানিয়েছিলেন কোয়েল। এরপর হাজার হাজার অভিনন্দনবার্তা আসতে থাকে সোশ্যাল মিডিয়ায়। দাদু হওয়ার আনন্দ সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নিয়েছেন রঞ্জিত মল্লিকও। বললেন, “লকডাউনে এর থেকে ভালো খবর আর কিছুই হতে পারে না। মা ও ছেলে দুজনেই ভালো রয়েছে।” পুত্রসন্তানের ওজন হয়েছে ৩.১ কেজি।

বিশ্বজুড়ে করোনার প্রকোপ ও লকডাউনের তৃতীয় পর্যায়ের মধ্যেই কোয়েলের মা হওয়ার খবরে খুশির বন্যা গোটা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি জুড়ে। সংবাদ ভাস্করের তরফ থেকেও রইলো নিসপাল সিং ও কোয়েলে মল্লিকের জন্য একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন।

-Advertisement-

…ARC

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-