-Advertisement-

নিট ও জেইই মেইন্স এর তারিখ ঘোষণা হল

দেশের খবর সাধারণ খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ করোনার প্রকোপ ও দীর্ঘ লকডাউনের জেরে প্রায় দেড় মাস আগেই ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা বা নিট এবং জয়েন্ট এন্ট্রান্স মেইন্স ও এডভান্স স্থগিত করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার।

-Advertisement-

গত মঙ্গলবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ঘোষণা করেন আগামী ২৬শে জুলাই দেশজুড়ে অনুষ্ঠিত হবে ২০২০ সালের নিট পরীক্ষা। এর পাশাপাশি তিনি বলেন আগামী ১৮-২৩ শে জুলাইএর মধ্যে অনুষ্ঠিত হবে জয়েন্ট এন্ট্রান্স মেইন্স ও আগস্টে হবে এডভান্স পরীক্ষা। দুটোরই তারিখ কিছুদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে।

সুত্রের খবর বাংলা থেকে প্রায় ৮০ হাজার ছাত্রছাত্রী এবছর নিট এ বসতে চলেছে। তাঁরা প্রচন্ড অনিশ্চয়তায় দিন কাটাচ্ছিল আদৌ এই অবস্থায় পরীক্ষা হবে কিনা তা নিয়ে। এই খবর নিঃসন্দেহে তাঁদের স্বস্তি দেবে।

-Advertisement-

…ARC

-Advertisement-

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-