সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ করোনা অতিমারীর ধাক্কায় বাংলা তথা গোটা দেশের পর্যটন শিল্প গভীর সংকটের মুখে। গত বছর ডিসেম্বর মাস থেকেই বিদেশী পর্যটকদের বুকিং বাতিল শুরু হয় উত্তরবঙ্গের চার জেলা – দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। মাথায় হাত পড়ে এই চার জেলার পর্যটন ব্যবসায়ীদের। তাঁরা জানায় প্রতিদিন অন্তত ১৫ লাখ টাকার লোকসান হচ্ছে তাঁদের। এই নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন তাঁরা।
সুত্রের খবর আগামী আট মাসে প্রায় ৯০ শতাংশ বুকিং বাতিলের হার এসে পৌঁছেছে। তাঁরা আশঙ্কা করছে আগামী শীত অব্দিও করোনার আতঙ্ক সরবে না মানুষের মন থেকে। এই উপলক্ষ্যে চা শিল্পের মত পর্যটনকেও সংগঠিত শিল্পের আওতায় আনার আবেদন জানিয়েছে ব্যবসায়ীরা।
…ARC