
করোনার আগে থেকেই শহরের রাস্তায় থুতু ফেলা দণ্ডনীয় অপরাধ ছিল। কিন্তু কখনও এই অপরাধে কাউকে গ্রেপ্তার হতে হয় নি। শহরবাসী যেন একপ্রকার নির্বিকারই থেকেছে এই ঘটনা নিয়ে। পুলিশের তরফ থেকেও কোনরকম কড়া ব্যবস্থা নিতে দেখা যায়নি। কিন্তু বর্তমানে পরিস্থিতি বদলেছে। করোনার ছায়া বিশ্বের সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে। আর এই সংক্রমণের মুল কারন মানুষের কফ-থুতু।
তাই রাজ্য বিশেষ করে কোলকাতা পুলিশ বিশেষ তৎপর হয়েছে এই সংকট মোকাবিলায়। শহরবাসীকে বাঁচাতে প্রায় সমস্ত ট্রাফিকের অন্তর্গত সিসিটিভিগুলির ওপর নজর রাখছে তাঁরা। কাউকে রাস্তাঘাটে থুতু ফেলতে দেখলেই তাকে সতর্ক করা এবং প্রয়োজনে গ্রেপ্তার ও জরিমানাও করা হচ্ছে। এখনও অব্দি এরকম আইনভঙ্গকারীর সংখ্যা ৩০০ পেরিয়ে গেছে।
…ARC