সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ২,৯৫৮ জন। মোট সংক্রমিত ৪৯,৩৯২ ও মৃত ১,৬৯৪ জন।
লকডাউনের তৃতীয় দফায় মানুষ কার্যত সুরক্ষা কে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাস্তাঘাটে অকারনে ঘুরে বেড়াচ্ছে। নিয়ম ভাঙাটাই যেন এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন গুজরাত ও মহারাষ্ট্রে সংক্রমণ ও মৃত্যুর হার উদ্বেগজনক।
স্বাস্থ্য মন্ত্রকের খবর অনুযায়ী এই সপ্তাহেই চীন ও উত্তর কোরিয়া থেকে লক্ষাধিক র্যাপিড টেস্টিং কিট আইসিএমআর এর হাতে পৌছাচ্ছে। এবার ভাল করে পরীক্ষা নিরীক্ষা করে সেগুলি রাজ্যের হাতে তুলে দেওয়া হবে। আশা করা যায় বেশীসংখ্যক টেস্ট হলে খুব তাড়াতাড়ি সংক্রমিত ব্যক্তিকে চিহ্নিত করা যাবে এবং উপযুক্ত চিকিৎসাও হবে।
…ARC