সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ কোভিড-১৯ তার ভয়ানক সংক্রমিত রূপের জন্যই সাধারনত কুখ্যাত। আর এই সংক্রমণ মানব শরীরে খুব তাড়াতাড়ি প্রভাব ফেলে। তাই এতে আক্রান্ত রুগীর চিকিৎসা করতে গিয়ে চিকিৎসা করতে অনেক সুরক্ষাবিধি মেন আক্রান্ত হচ্ছেন তাঁরা।
এই সমস্যা থেকে বাঁচতে ভারতীয় রেলের আসানসোল ডিভিশনের সিগন্যাল অ্যান্ড টেলিকম এবং মেডিকেল দফতর আবিস্কার করেছে এক ট্রলি মিনি রোবট যেটি রিমোটের সাহায্যে অন্য একটি ঘর থেকে ডাক্তার বা নার্সরা প্রয়োজন মত চালনা করবেন। এতে অডিয়ো এবং ভিডিয়ো দুটোই থাকায় ডাক্তার এবং নার্সদের সাথে রোগীদের সরাসরি যোগাযোগ হবে। ডাক্তার ভিজিটে আসলে যেমন রোগীদের সঙ্গে কথা বলেন তাদের সমস্যার কথা শোনেন সবকিছু করা যাবে। একইভাবে নার্সরা ওষুধ খাওয়ানো থেকে শুরু করে রোগীদের খাওয়াদাওয়া নির্দেশ-সহ অন্যান্য সব পরামর্শ দিতে পারবেন। কিন্তু কোন ক্ষেত্রেই কেউ কারোর সংস্পর্শে আসবেন না। এতে চিকিৎসাও হবে কিন্তু করোনা ছড়াবে না। কুড়ি থেকে পঁচিশ মিটার দূর থেকে এই রোবটটিকে নিয়ন্ত্রন করা যাবে।
আপাতত পরীক্ষামূলকভাবে এই ট্রলি মিনি রোবট ব্যবহার করা হচ্ছে আসানসোল এবঃ চিত্তরঞ্জন রেলওয়ে হাসপাতালে। যদি এটিতে সাফল্য মেলে তাহলে করোনা চিকিৎসায় এই রোবট হবে এক যুগান্তকারী আবিষ্কার।
…ARC