-Advertisement-

আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে নজরদারি চালাচ্ছে কেন্দ্র, অভিযোগ তৃণমূল কংগ্রেস –

সাধারণ খবর

সংবাদ ভাস্কর নিউজ : নবান্ন সূত্রে খবর, বুধবার তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, “আরোগ্য সেতু অ্যাপ আমাদের ওপর নজরদারি করার সেতু, কাজের কাজ কিছুই হচ্ছে না।” সম্প্রতি খবর ছড়ায়, ‘আরোগ্য সেতু’ অ্যাপ বানিয়ে ভারতীয় সেনাদের থেকে তথ্য হাতিয়ে নেওয়ার ফাঁদ পেতেছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই । সেনা কর্মী ও আধিকারিকদের মোবাইল হ্যাক করে যাবতীয় তথ্য নিজেদের মুঠোর মধ্যে নিয়ে আসার ছক কষেছে আইএসআইএই। ফলে এই অ্যাপ থেকে তথ্য চুরি যাওয়ার সতর্কবার্তা দিয়েছিলেন ভারতীয় সেনারাই ।

-Advertisement-

বুধবার তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, “আরোগ্য সেতু অ্যাপ আমাদের ওপর নজরদারি করার সেতু, কাজের কাজ কিছুই হচ্ছে না।” সম্প্রতি খবর ছড়ায়, ‘আরোগ্য সেতু’ অ্যাপ বানিয়ে ভারতীয় সেনাদের থেকে তথ্য হাতিয়ে নেওয়ার ফাঁদ পেতেছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই । সেনা কর্মী ও আধিকারিকদের মোবাইল হ্যাক করে যাবতীয় তথ্য নিজেদের মুঠোর মধ্যে নিয়ে আসার ছক কষেছে আইএসআইএই। ফলে এই অ্যাপ থেকে তথ্য চুরি যাওয়ার সতর্কবার্তা দিয়েছিলেন ভারতীয় সেনারাই

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-