সংবাদ ভাস্কর নিউজ : হাসপাতাল সূত্রে খবর, পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ হাসপাতালের ১২ জন নার্স-সহ ১৪ জনের দেহে করোনা সংক্রমণ মিলেছে মঙ্গলবারই।
সূত্রের খবর, কদিন আগে হাসপাতালের একজন নার্স করোনায় আক্রান্ত হন। এরপর আরও ১৪ জন নার্স ও স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টিনে রেখে গতকাল নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়। আজই তাঁদের দেহে এই সংক্রমণ পাওয়া গিয়েছে। তারপরেই তাঁদের সকলকে রাজারহাটে চিত্তরঞ্জন হাসপাতালে পাঠানো হয়েছে।
এরপর তাই আর কোনওরকম ঝুঁকি নিতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডকে দ্রুত স্যানিটাইজড করার কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এই শিশু হাসপাতাল শহরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাসপাতাল। তাই এই হাসপাতাল সাময়িকভাবে বন্ধের জেরে সমস্যায় পড়তে হবে বহু রোগীকে।