সংবাদ ভাস্কর নিউজ : সূত্রে খবর, কৌশিক চাকী বলেন, “চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে কেউ না কেউ প্রতি দিনই করোনায় আক্রান্ত হচ্ছেন। নতুন করে একটি হাসপাতালে তিন জন প্রসূতি করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের কোনও উপসর্গ ছিল না। এমন অনেকেই রয়েছেন। বাইরে থেকে বোঝা সম্ভব হচ্ছে না। তাঁদের চিকিৎসা করতে গিয়ে অনেকেই আক্রান্ত হচ্ছেন। আবার অনেকে কোয়রান্টিনে চলে যাচ্ছেন। এখনও পর্যন্ত ১৪০ জনেরও বেশি করোনায় আক্রান্ত হয়েছেন, যাঁরা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত। আমরা বিষয়টি রাজ্যকে জানিয়েছি।” এর পরেই তিনি বলেন, “রাজ্যে এমন পরিস্থিতিতে টেস্টের সংখ্যা বাড়াতেই হবে।
রাজ্যে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ১৪০ জনেরও বেশি এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত, রাজ্যকে চিঠি ডক্টরস ফোরামের
-Advertisement-