সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ আবার খবর মিলল উপসর্গহীন করোনা রুগীর। এবার যাদবপুরের কেপিসি মেডিকেল কলেজে ৩ জন প্রসূতির শরীরে পাওয়া গেল কোভিড-১৯ ভাইরাস। এরা সকলেই সন্তানের জন্ম দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিল এবং কোন উপসর্গও ছিল না রোগের। অস্ত্রোপচারের আগে রুটিন রক্তপরীক্ষা করার পর প্রত্যেকের রিপোর্ট করোনা পজিটিভ আসে।
এরপরই সত্ত্বর বন্ধ করে দেওয়া হয় স্ত্রী-প্রসূতি রোগ বিভাগ ও শিশু রোগ বিভাগ। এই দুই বিভাগের ৪০ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীকে পাঠানো হয় কোয়ারেন্টাইনে। এই দুটি বিভাগকে আপাতত বন্ধ করে স্যানিটাইজ বা জীবানুমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত দুটি বিভাগে নতুন করে কোনও রোগী ভর্তি নেওয়া হবে না।
প্রসঙ্গত, হাসপাতালের কর্মচারী সহ চিকিৎসকরা অভিযোগ করেন তাঁদের কাছে পর্যাপ্ত পিপিই কিট ছিল না। রোজই প্রান হাতে করে তাঁরা স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছেন অথচ তাঁদের সুরক্ষার কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এভাবে প্রতিদিনই কোন না কোন হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে। চরম সংকটে পড়ছে রোগীরা।
…ARC