সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ কোলকাতা এবং তার আশাপাশের এলাকায় মোট ১০-১২ টা শপিং মল আছে। মোট প্রায় ৫০ হাজার কর্মী কাজ করে এই মলগুলিতে। করোনার গ্রাসে পুরোপুরি অনিশ্চিত ভবিষ্যতের মুখে তাঁরা। কবে এই অবস্থা থেকে মুক্তি ঘটবে এবং মল খুলবে তার কোন নিশ্চয়তা নেই।
এর মধ্যেই রাজ্য সরকার গ্রীন ও অরেঞ্জ জোনের কিছু দোকানপাট খোলার অনুমতি দিয়েছে। কিন্তু শপিং মলগুলি এই অনুমোদনের মধ্যে পড়েনি। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন মল কর্তৃপক্ষ। তাঁদের মধ্যেই এক মল মালিকের কথায়,” আমাদের মলের দোকানগুলি ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছে, এমনকি মল রক্ষনাবেক্ষনবাবদ যে ভাড়া দেওয়া হত এখন সেটাও বন্ধ। এদিকে ব্যাঙ্ক তো ইএমআই নেওয়া বন্ধ করছে না। আমাদের কিভাবে চলবে?”
তাই রাজ্য সরকারের কাছে তাঁরা সমস্ত পরিষেবার সাময়িক ছাড় চেয়েছেন। সরকার তাঁদের সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে তাঁরা জানিয়েছেন।
…ARC