সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ রবীন্দ্রনাথকে আমরা শুধু আমাদের বাংলার চার দেওয়ালে আবদ্ধ না রেখে ছড়িয়ে দিয়েছি গোটা বিশ্বে। তাঁর সৃষ্টির স্বাদে মুখর আপামর বিশ্ববাসী। কিন্তু এই তীব্র সংকটকালের মধ্যে আজ তাঁর জন্মদিন শুধু সীমাবদ্ধ থাকবে সোশ্যাল মিডিয়ার ‘মঞ্চ’ তে।
প্রতি বছরের মত আজও রবীন্দ্র সদনে কবির মূর্তিতে মাল্যদান করবেন মুখ্যমন্ত্রী কিন্তু পালন হবে না কোন অনুষ্ঠান। তাঁর নির্দেশে পুলিশ প্রশাসনকে একটি ট্যাবলোর মধ্যে রবীন্দ্রসঙ্গীত চলাকালীন বিভিন্ন এলাকা পরিদর্শন করতে হবে। সকাল ৯ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।
প্রত্যেক রাজনৈতিক দলগুলিই তাঁদের বাইরে রবি-স্মরণ এবার স্থগিত রেখেছে। বরং সোশ্যাল মিডিয়াতে নিজস্ব উদ্যোগে আনুষ্ঠানিক কিছু পালনের মধ্যেই রবীন্দ্রজয়ন্তী উদযাপন হবে এবছর।
…ARC