সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ ভোপাল গ্যাস দুর্ঘটনার ভয়াল স্মৃতি এখনও অনেক ভুক্তভুগিকেই হয়ত তাড়া করে বেড়ায়। এরমধ্যেই নতুন করে ঘটে গেল প্রায় সেরকমই এক ভয়াবহ গ্যাস লিকের ঘটনা।
গতকাল সকালে বিশাখাপত্তনমে লকডাউনের মধ্যে কারখানায় মজুত বিষাক্ত স্টাইরিন নামক গ্যাসের প্রভাবে প্রান হারাল এবং ভয়ানক অসুস্থ অবস্থায় বহু মানুষ। একটানা দেড় মাস বন্ধ থাকার পর অনেক জায়গাতেই কিছু কিছু কারখানা খুলছে। তাই প্রত্যেক রাজ্যকেই অসম্ভব সতর্ক হতে হবে যথার্থ রক্ষনাবেক্ষনের ওপর। সম্ভাব্য বিপর্যয় এড়াতে নিতে হবে কড়া পদক্ষেপ। দ্রুত মোকাবিলার ব্যবস্থা এবং প্রায় ২৪ ঘন্টা প্রধানমন্ত্রীর ‘ওয়ার রুম’ খোলা থাকায় বড় ক্ষতি ঠেকানো গেছে এবারে। না হলে হতে পারত মারাত্মক বিপর্যয়।
আমাদের রাজ্যের কিছু শিল্পশহর, বিশেষ করে হলদিয়া পেট্রোকেমেও প্রতি মাসে কর্মীদের সুরক্ষা নিয়ে বিশেষ প্রশিক্ষন দেওয়া হয়। এরকম প্রতি বড় কারখানাগুলিতে সুরক্ষা আরও জোরদার করতে হবে তবেই আগাম সতর্কতা নিয়ে বিপদ এড়ানো সম্ভব।
…ARC