-Advertisement-

বেহালা এবং ঠাকুরপুকুরের দুটি হাসপাতালে দেখা দিল করোনা ভাইরাস –

কলকাতা পশ্চিমবঙ্গ

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : বেহালায় বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে একটি রোগীর রিপোর্ট কোভিড -19 পজিটিভ হওয়াতে, আজ হাসপাতালে মহিলাদের শল্য বিভাগ এবং শিশু বিভাগে , রোগী ভর্তি বন্ধ রাখা হয়েছে ।
ঠাকুরপুকুরের বেসরকারি বি.এম.আর.আই হাসপাতালেও এক রোগীর রিপোর্ট কোভিড -19 পজিটিভ হওয়াতে , রোগী ভর্তি বন্ধ করা হয়েছে এবং তার সাথে সাথে চিকিৎসক ও নার্স সহ ১০ জনকেই কোয়ারান্টিনে পাঠানো হয়েছে। এই দুটি হাসপাতালে জীবাণুমুক্ত করতে , রোগী ভর্তি আপাতত বন্ধ রাখা হয়েছে ।

-Advertisement-

…AG

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-