-Advertisement-

পৃথিবীর সবচেয়ে অপরাজেয় প্রাণী!

সাধারণ খবর
টার্ডিগ্রেড

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ পৃথিবীর সবচেয়ে পুরনো এবং অপরাজেয় প্রাণীর নাম কি? এই প্রশ্ন যদি কাউকে জিগ্যেস করা হয় তাহলে আরশোলাসহ অনেক নামই মাথায় আসবে হয়ত। কিন্তু আসল উত্তর হল টার্ডিগ্রেড। এই প্রাণীটি প্রায় ৫০ কোটি বছর আগে পৃথিবীতে এলেও আজ অব্দি সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে রয়ে গেছে।

-Advertisement-

অনেকে হয়ত এই প্রাণীটির নাম প্রথমবার শুনলেন। তাঁদের জন্য কিছু তথ্য রইলো। ১৭৭৩ সালে এই ক্ষুদ্র জীবটি আবিষ্কার করেছিলেন জার্মান জীববিজ্ঞানী জোহান গোয়েজ। ১৭৭৭ সালে প্রাণীটিকে ‘টার্ডিগ্রেড’ নামটি  দিয়েছিলেন ইতালীয় বিজ্ঞানী ল্যাজারো স্পালাঞ্জান। ইনি লক্ষ্য করেন প্রাণীটির গতিবিধি অত্যন্ত ধীর। দেখতে বেশ স্থুল এবং থপথপে এই প্রাণীটিকে অনেকে ‘জল-ভাল্লুক’ বলেও অভিহিত করেন। ভয়ঙ্কর গরম ও প্রচন্ড ঠাণ্ডা – এই দুই পরিবেশেই দিব্যি বেছে থাকতে পারে এটি। উচ্চচাপ যুক্ত পরিবেশ ও চাপশূন্য পরিবেশেও বাঁচতে পারে। সবচেয়ে আশ্চর্য খাবার না খেয়ে এটি একটানা ৩০ বছর বেঁচে থাকতে পারে যা কার্যত বাকি প্রাণীদের ক্ষেত্রে অসম্ভব। গবেষকরা আরও প্রমান করেছেন, পৃথিবীতে আজ অবধি যতগুলি প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে সেগুলির সবকটি থেকেই বেঁচে ফিরেছে এই প্রানী।

এই অসামান্য ক্ষমতাশালী প্রাণীটিকে বর্তমানে গবেষণার কাজে লাগান হচ্ছে। এর বিবর্তনের শক্তিকে কিভাবে ব্যবহারিক বিজ্ঞানে কাজে লাগানো যায় তার উপায় খোঁজার জন্য পরীক্ষা-নিরিক্ষা চলছে।

-Advertisement-

-Advertisement-

…ARC

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-