-Advertisement-

মালগাড়ীতে পিষ্ট ১৬ শ্রমিকের দেহ, ফেরা হল না বাড়ি

দেশের খবর
ফাইল চিত্র

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ বিশাখাপত্তনমের গ্যাস লিকের পর আরও এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো দেশ।

-Advertisement-

মহারাষ্ট্র থেকে ২০ জন পরিযায়ী শ্রমিক রেললাইন ধরে আসছিল তাঁদের নিজের রাজ্য মধ্যপ্রদেশে। পথে সারাদিনের ক্লান্তিতে রেললাইনের ওপরই তাঁরা ঘুমিয়ে পড়েছিল। গতকাল ভোর ৫ টায় মানমাডগামী একটি মালগাড়ী পিষে দিল নিমেষের মধ্যে তাঁদের মধ্যে ১৬ জনের ঘুমন্ত শরীর। পড়ে রইলো শুধু পথে খাওয়ার জন্য রাখা কিছু হাত্রুটি, চাটনি, কয়েকটা চপ্পল ও পুঁটলি।

রেলমন্ত্রক দাবী করেছেন, চালক অনেকবার তাঁদের হর্ন বাজিয়ে সতর্ক করার চেষ্টা করেছিল কিন্তু এদের ঘুম ভাঙ্গেনি এবং ঘন্টায় ৪৮ কিমির বেশী গতিতে চলছিল বলে থামানো যায়নি ট্রেন।

-Advertisement-

বরাতজোরে বেঁচে এদের মধ্যে এক শ্রমিকের কথায়, “আমরা রাস্তায় পুলিশ চেকিং এর ভয়ে মরীয়া হয়ে রেললাইন ধরে হাঁটা লাগিয়েছিলাম। প্রায় ৩৬ কিমি রাস্তা একটানা হাঁটার পর ক্লান্ত হয়ে লাইনের ওপরই ঘুমিয়ে পরেছিলাম। সাপখোপের উপদ্রব থাকায় রেললাইনকেই সুরক্ষিত জায়গা বলে মনে হয়েছিল আমাদের। ট্রেনের শব্দ শুনে আমরা উঠে বাকিদের সতর্ক করার আগেই চোখের নিমেষে পিষে গেল তাঁদের শরীর।”

-Advertisement-

মহারাষ্ট্র সরকার মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবার কথা ঘোষণা করেছে।

…ARC

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-