সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ গত ৭ ই মে শেষ হয়ে গেছে কোলকাতা পুরবোর্ডের মেয়াদ। শুক্রবার বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বেই আনুষ্ঠানিকভাবে কোলকাতা পুরনিগমের দায়িত্ত্ব নিল নতুন প্রশাসনিক বোর্ড। কিন্তু শুরু থেকেই বিতর্ক দেখা দিল এই ব্যবস্থা ঘিরে।
রাজ্য়পাল জগদীপ ধনখড় বলেন নতুন করে প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রে তাঁকে কোনকিছু জানানো হয়নি। সূত্রের খবর,’রিমুভ্যাল অফ ডিফিকাল্টিস অ্যাক্ট’ মেনে ফিরহাদকেই দায়িত্বে আনা হচ্ছে। তাই রাজ্য সরকারের দাবী তাঁরা কোন অনৈতিক কাজ করেনি।
এদিকে উত্তর কলকাতার বাসিন্দা শরদকুমার সিং এই নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছেন হাইকোর্টে। তিনি অভিযোগ করেন নিজে পুরসভার মেয়র হয়ে কিভাবে নিজেকে প্রশাসনিক পদে নিয়োগ করতে পারেন ফিরহাদ তার ব্যাখ্যা চেয়েছেন তিনি। একই অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন,” ওদের আগে থেকেই এই পরিকল্পনা ছিল তাই অনেক জায়গায় পুর নির্বাচন করায় নি। এখন করোনার অজুহাতে এরকম একটি অন্যায় কাজ আমরা মেনে নেব না। প্রয়োজনে কোর্টে যাব।”
রাজ্য রাজনীতি আপাতত প্রশাসনিক পদ নিয়ে সরগরম। আমরা চোখ রাখবো এর পরিনতির দিকে আগামী দিনে।
…ARC