-Advertisement-

মহামারী করোনাভাইরাস প্রতিনিয়ত নিজের গঠন বদলাচ্ছে। 

দেশের খবর

সংবাদ ভাস্কর নিউজ : সূত্র খবর,মহামারী করোনাভাইরাস প্রতিনিয়ত নিজের গঠন বদলাচ্ছে।  ভ্যাকসিন আবিষ্কারেও বেগ পেতে হচ্ছে গবেষকদের।মেক্সিকোর লস অ্যালমস ন্যাশনাল ল্যাবরেটরি ও ভারতের টাটা ইন্সটিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চের ভাইরোলজিস্টরা বলছেন, জিনের গঠনের এ বদল বা মিউটেশন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ভারতে।

-Advertisement-

ভারতের সিএসআইআর’র ইন্সটিটিউট অব জিনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজির গবেষক ডক্টর বিনোদ স্কারিয়াও রয়েছেন এই গবেষণায়।অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনের (সিএসআইআরও) ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী এসএস ভাসান বলেন, ভারতীয়দের শরীর থেকে নেয়া ৮২টি নমুনার মধ্যে যে ভাইরাল স্ট্রেন পাওয়া গেছে তার ৫০ শতাংশই জিনের গঠন বদলে ফেলেছে। এই মিউটেশনের নাম দেয়া হয়েছে ডি৬১৪জি।

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-