-Advertisement-

ভারতে প্রথম , এবার দিল্লি পুলিশের হাতে এলো থার্মাল করোনা কম্বাট গিয়ার-

দেশের খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : দিল্লি পুলিশ ভারতের প্রথম তাপ সনাক্তকরণ হেডগিয়ার অর্জন করে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেল ।
ইন্ডিয়ান রোবো স্টোর নামক একটি সংস্থা ও দিল্লি পুলিশ, দুই পক্ষের সহযোগিতায় নিয়ে আসা হল ভারতের প্রথম থার্মাল ডিটেকশন হেডগিয়ার ।

-Advertisement-


এই ডিভাইসটি ট্রাফিক চলাচলের সময় পুলিশ কর্মী এবং রাস্তায় চলাচল করা সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক চেকিংয়ের সময় একে অপরের সঙ্গে সোশ্যাল ডিসটেন্স বজায় রাখা সম্ভব হবে । এই ডিভাইসটি ব্যবহার করার ফলে পুলিশকর্মীদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে । যে পুলিশ কর্মী এই থার্মাল ডিটেকশন হেডগিয়ারটি পড়বেন , সেই ব্যক্তি খুব সহজেই ডিভাইসের মধ্যে থার্মাল স্ক্যানার এর সাহায্যে একটি ব্যক্তির শরীর স্ক্যান করতে পারবে। এটি পুলিশ কর্মীদের 10 থেকে 15 মিটার নিরাপদ দূরত্বে , কোনও ব্যক্তির শরীরের তাপমাত্রাকে খুব সহজেই স্ক্যান করতে পারবে।
এই ডিভাইসটি খুব সহজেই লাইভ ছবি এবং স্ক্যান করা যাবতীয় তথ্য ইউজারের দেওয়া নির্ধারিত কন্ট্রোলরুমে পাঠাতে সক্ষম ।

…AG

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-