সংবাদ ভাস্কর নিউজ :একে করোনায় রক্ষা নেই, তার উপর আবার নতুন করে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে আমেরিকা।সম্প্রতি আমেরিকায় দেখা মিলেছে জায়ান্ট হরনেটস বা দৈত্যাকৃতির বিষধর মৌমাছি। যা হুল ফোটালে প্রাণহানি ঘটতে পারে অসংখ্য সাধারণ মানুষে। আর এই প্রথম ওয়াশিংটনে ঝাঁকে-ঝাঁকে দেখা মিলেছে এই পতঙ্গদের। দুই থেকে পাঁচ ইঞ্চি আয়তনের এই বিশাল ভিমরুলই এখন মাথা ব্যাথার কারণ হয়ে দাড়িঁছে মার্কিন বিশেষজ্ঞদের কাছে। মার্কিন প্রশাসন সূত্রে খবর, এই ধরনের মৌমাছি প্রজাতির পতঙ্গদের দেখা মেলে পূর্ব এশিয়ার নাতিশীতোষ্ণ অঞ্চল বা গরম জলবায়ু অঞ্চলে।শুধু তাই নয়, বিষধর এই পতঙ্গদের আক্রমণে প্রতিবছর বহু মানুষ প্রাণও হারান।
করোনায় রক্ষা নেই মানুষদের। তার উপর পাঁচ ইঞ্চি মাপের ভিমরুল, মার্কিন বিশেষজ্ঞদের ভাবাচ্ছে –
-Advertisement-