সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ হংকং গবেষকরা দাবী করছেন করোনা উপসর্গ প্রকাশ পেলেই যদি তিনরকম ওষুধের একটি মিশ্রন রুগীর ওপর প্রয়োগ করা যায় তাহলে ৭ দিনেই মুক্তি পাওয়া জাওয়া যাবে এই মারণব্যাধি থেকে।
যে তিনটি ওষুধের সংমিশ্রনে তৈরি হয়েছে এই ধন্বত্বরি সেগুলি হল এইচআইভি প্রতিষেধক বা লোপিনাভির-রিটোনাভির থেরাপী, হেপাটাইটিস প্রতিষেধক বা রিবাভাইরিন এবং মাল্টিপল স্ক্লেরোসিস নিয়ন্ত্রক বা ইন্টারফেরন-বিটা গোষ্ঠীভুক্ত প্রতিষেধক।
গত শুক্রবার দ্য ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত হয় এই খবর। সেখানে বলা হয় এই ত্রিশক্তি ওষুধের প্রয়োগে করোনার প্রাথমিক লক্ষণযুক্ত রুগী ৭ দিনেই সংক্রমণ মুক্ত হতে পারবে। এটি স্বাস্থ্যসেবা কর্মীদের রোগের ঝুঁকি হ্রাস করতে পারে বলেও দাবী করা হয়। আপাতত ১২৭ জন রুগীর ওপর এর প্রয়োগ করা হয়েছে। ওষুধ তিনটির ট্রায়ালের সময় হাসপাতালে রোগীদের ভেন্টিলেটর সাপোর্ট, ডায়ালসিস সাপোর্ট সহ সব ধরণের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে।
আশার আলো বয়ে আনা এই খবরের দিকে এখন সবার চোখ থাকবে। আরও বেশী মানুষের কাছে যাতে এই সাফল্য পৌঁছায় তার অপেক্ষায় সারা বিশ্ববাসী।
…ARC