সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ পূর্ববর্তী ঘোষণায় রাজ্য সরকার ডিজিটাল রেশন কার্ডের ওপরই প্রাধান্য দিয়েছিল। কিন্তু এই সংকটকালে মানুষের দুর্দশা ও কার্ড নিয়ে বিভিন্ন রেশনদোকানগুলিতে নিত্য ঝামেলার জেরে সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন করে স্থির করে পুরনো রেশন কার্ডেও এখন মাসে ৫ কেজি করে চাল পাবে রাজ্যবাসী।
সূত্রের খবর সোমবার থেকে এই নির্দেশ বলবৎ করা হবে এবং এর দ্বারা উপকৃত হবে প্রায় ১০ লক্ষ মানুষ। শনিবার অব্দি রাজ্যের একাধিক জায়গায় নতুন ও পুরনো রেশন কার্ডের গোলমালে অনেক সংঘর্ষ ঘটেছে, অনেক বিক্ষোভ দানা বেধেছে মানুষের মনে। প্রকাশ্যে এসেছে রেশন দুর্নীতি। এই সব বিভ্রান্তিকে সামাল দিতেই চালু হতে চলেছে এই নিয়ম।
নবান্নে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, এখনও পর্যন্ত রেশন তুলেছেন ৭৩ শতাংশ মানুষ। ৪৪০ জন ডিলারকে অনিয়মের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
…ARC