-Advertisement-

লকডাউনের মধ্যে কম শাসন করুন শিশুদের

সাধারণ খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ করোনা এবং লকডাউনের জোড়া ধাক্কায় হিমশিম ছোটবড় সবাই। এ অবস্থায় শিশুদের মধ্যে দিনদিন খিটখিটে হবার প্রবণতা বাড়ছে।

-Advertisement-

একটি পরিসংখ্যা জানাচ্ছে, গত দেড় মাসে অন্য রোগীদের তুলনায় মানসিক সমস্যা নিয়ে আসা শিশুদের সংখ্যা ক্রমশ বাড়ছে। একে তো এখন স্কুল বন্ধ তাই বন্ধুদের সাথে খেলাধুলা বা মেশার সুযোগ কম। তার ওপর ঘরবন্দী হয়ে পড়ায় বাইরের জগতের সব আনন্দ তাঁদের কাছে এখন হাতের বাইরে। এই দুঃসহ অবস্থায় মা বাবা বা বড়দের কাছে বকুনি খেয়ে খেয়ে তারা হতাশ ও খিটখিটে হয়ে পড়ছে এবং মানসিক সমস্যায় ভুগছে। অনেক শিশু আবার আগের থেকে চুপচাপ হয়ে পড়ছে। এটিও বেশ আশঙ্কাজনক। মনোবিদরা পরামর্শ দিচ্ছেন বাচ্চাদের সঙ্গে এ সময় বন্ধুর মত আচরন করতে। আরও বেশী করে সময় কাটাতে এদের সঙ্গে খেলাধুলা ও গল্পের আশ্রয় নিতে বলছেন তাঁরা। এছাড়া কোন সিদ্ধান্ত নিতেও বাড়ির বাচ্চাদের পরামর্শ নেওয়া প্রয়োজন বলে মনোবিশেষজ্ঞরা মনে করেন।

…ARC

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-