সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : বিখ্যাত ইতিহাসবিদ প্রফেসর হরি ভাসুদেভান যিনি রাশিয়ার ওপর একজন শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন ইমেরিটাস অধ্যাপক গতকাল শনিবার রাতে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
শেষকালে উনার বয়স হয়েছিল ৬৮ ।
তিনি একজন নামি রাশিয়ান এবং ইউরোপিয়ান ইতিহাসের বিশেষজ্ঞ ছিলেন ।
উনি ভারত , কেনিয়া এবং ইউনাইটেড কিংডম (যেখান থেকে উনি ১৯৭৮ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি গ্রহণ করেন) ।
প্রফেসর হরি ভাসুদেভান এর মৃত্যুর একদিন আগে উনার কোভিড -19 ধরা পড়েছিল এবং উনাকে ভেন্টিলেটারে রেখে দেওয়া হয়েছিল ।
আজ পশ্চিমবঙ্গের গভর্নর মাননীয় জগদীপ ধানখার নিজে শোক প্রকাশ করেন এবং সংসদ সদস্য মাননীয় স্বপন দাশগুপ্ত শোক প্রকাশ করে জানান ” প্রফেসর হরি ভাসুদেভান এর মৃত্যুর কথা শুনে হতবাক। ভারতে ইউরোপীয় (বিশেষত রাশিয়ান) ইতিহাসের তিনি একজন নিবেদিত শিক্ষক এবং একজন নিখুঁত ভদ্রলোক ছিলেন। আমার একাডেমিক জীবনে তাঁকে জানার সৌভাগ্য আমার হয়েছিল। তার প্রতি আমার গভীর সমবেদনা ” ।
…AG