-Advertisement-

করোনার প্রকোপে রেহাই পেলোনা দুর্গাপুর শিল্পাঞ্চল, আক্রান্ত ৭৯ বছরের এক প্রৌঢ় –

সাধারণ খবর

সংবাদ ভাস্কর নিউজ ::সুকান্ত বণিক চৌধুরী : করোনার থাবা থেকে এবার রেহাই পেলো না ইস্পাত নগরী দুর্গাপুর | এবার করোনা আক্রান্ত হলো দুর্গাপুর ইস্পাতনগরীর সি আর দাস এলাকার এক ৭৯ বছরের প্রৌঢ় | এলাকা সূত্রের খবর অনুযায়ী ওই প্রৌঢ় অনেকদিন ধরেই কিডনি জনিত কারণে ভুগছিলেন | একইসাথে আক্রান্ত দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তিও ছিলেন | তার লালা রসের নমুনা পরীক্ষায় করোনা পজিটিব আসে | বর্তমানে ওই আক্রান্ত ব্যক্তিকে দুর্গাপুরের মোলানদিঘির কবিড হাসপাতালে ভর্তি করা হয়েছে | একইসাথে ওই আক্রান্তের বাসস্থানের সর্বত্র এলাকাটিকে সানিটাইসিং করা হয়েছে প্রশাসনের তরফ থেকে | একইসাথে ওই আক্রান্তের পরিবারের অন্য ৫ জন সদস্যকেও হোম আইসোলেশনে রাখা হয়েছে |

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-