-Advertisement-

করোনা-চিকিৎসায় অব্যর্থ কাজ করছে, তিন রকম অ্যান্টিভাইরাল ওষুধের ‘ককটেল’-

সাধারণ খবর

সংবাদ ভাস্কর নিউজ : সূত্র খবর, মারণ ভাইরাস করোনা শুধু মানুষের প্রাণবায়ুকে গ্রাস করছে না শুধু শুষে নিচ্ছে অর্থনীতিকেও এই অবস্থায় একটা সুখবর এল করোনাভাইরাস নিয়ে। সম্প্রতি ‘ল্যানসেট’ পত্রিকায় প্রকাশিত হয়েছে গবেষণাপত্রটি। রোগ অল্প থাকতে-থাকতে এ দাওয়াই দিলে তা করোনা-চিকিৎসায় অব্যর্থ কাজ করছে বলে দাবি করলেন হংকংয়ের এক দল বিজ্ঞানী।

-Advertisement-

আশঙ্কাজনক অবস্থায় থাকা করোনা-রোগীদের ক্ষেত্রে এই ককটেল যে একেবারেই কাজ করবে না, এমন কথা বলছেন না বিজ্ঞানীরা। তবে কতটা কাজ করবে, তা জানতে বড় মাপের গবেষণা দরকার বলে মনে করেন তাঁরা। ১০ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত এই গবেষণাটি চলে। হংকং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কোক-ইয়াং ইউয়েন বলেন, ‘‘সদ্য আক্রান্ত রোগীদের অ্যান্টিভাইরাল ওষুধের ওই ককটেলটি দেওয়া হয়েছিল। দেখা গিয়েছে, দ্রুত শরীর থেকে ভাইরাস নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।’’

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-