সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ লকডাউনের মধ্যেই শুরু হয়ে গেল কোলকাতার সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষা। মাঝেরহাট ব্রীজ ভেঙ্গে পড়ার পর রাজ্য সরকার কোলকাতার সেতুগুলির রক্ষণাবেক্ষণের জন্য একটি বিশেষ টিম গঠন করেছিলেন। কিন্তু ব্যস্ততম এই সেতুগুলির মেরামতির কাজ সম্পূর্ণ হচ্ছিল না যানজটের কারনে। করোনার প্রকোপে এবং লকডাউনের জেরে এখন রাস্তাঘাট জনশূন্য ও যানবাহনহীন। এই সুযোগকে কাজে লাগিয়ে তাই সেতুগুলি মেরামতির কাজ শুরু হল।
কিছুদিন আগেই আমরা খবর দিয়েছিলাম মাঝেরহাট সেতুর পুনর্নির্মাণের কাজ প্রায় শেষ হবার কথা লকডাউনের মধ্যেও। এরপরই হাত দেওয়া হল করুণাময়ী ব্রীজে। পূর্ত দপ্তর থেকে জানানো হয়েছে আজ অর্থাৎ ১১ ই মে সকাল ৯ টা থেকে ১৪ ই মে ভোর ৫ টা অব্দি বন্ধ থাকবে দক্ষিন কোলকাতার এই ব্যস্ততম সেতুটি। এই কদিন ডায়মন্ড হারবার রোড, মতিলাল গুপ্ত রোড ও এমজি রোড হয়ে গাড়িগুলি যাতায়াত করবে।
…ARC