-Advertisement-

রাজ্যকে অন্ধকারে রেখেই চালু হতে চলেছে দূরপাল্লার ট্রেন!

দেশের খবর পশ্চিমবঙ্গ

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ রবিবার রাতে হঠাৎ করেই রেলমন্ত্রক দূরপাল্লার যাত্রীবাহী ট্রেনগুলি চালানোর কথা ঘোষণা করে। রেল সুত্রের খবর আগামী মঙ্গলবার থেকে আংশিক ও পর্যায়ক্রমে চালু হবে ট্রেনগুলি। এই ব্যবস্থায় ১৫ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে প্রথমে যেগুলি নয়াদিল্লী থেকে ১৫ টি গুরুত্বপূর্ণ শহরে যাতায়াত করবে। এই শহরগুলি হল হাওড়া, মুম্বাই সেন্ট্রাল, চেন্নাই, ডিব্রুগড়, আগরতলা, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, তিরুবন্তপুরম, আহমেদাবাদ ও জম্মু-কাশ্মীর। শুধুমাত্র আইআরসিটিসির ওয়েবসাইটে আজ বিকেল ৫ টা থেকে টিকিট পাওয়া যাবে। যথাযথ থার্মাল চেকিং এর পরীক্ষায় উত্তীর্ণ হয়েই এই ট্রেনের যাত্রী হওয়ার সুযোগ মিলবে বলে জানিয়েছে রেলদপ্তর।

-Advertisement-

এদিকে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে তাদেরকে অন্ধকারে রেখেই একতরফা সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। রাজ্যে আসা যাত্রীদের বিশেষ পরীক্ষা, করোনার লক্ষন থাকলে হাসপাতালে ভর্তি, হোম কোয়ারান্টিনে পাঠানো ইত্যাদি ব্যবস্থা চালু করতে যে ন্যুনতম সময় দেওয়া দরকার তা না দিয়েই এতবড় সিদ্ধান্ত নেওয়া হঠকারিতার পরিচয়।

সব মিলিয়ে যেখানে দিনে দিনে দাপট বেড়ে চলেছে এই অতিমারীর সেখানে চটজলদি এই ধরনের বিতর্কিত ব্যবস্থা চালু করা মানবজীবনকে আরও বিপদের দিকে ঠেলে দেওয়া নয়? এই প্রশ্ন থেকেই গেল।

-Advertisement-

…ARC

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-