সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ করোনা ও লকডাউনের জোড়া ধাক্কায় রোজকার যানবাহনের সহজলভ্যতা নিয়ে সন্দিহান মানুষ। আবার কবে বাস-ট্রাম স্বাভাবিক ছন্দে ফিরবে তার গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই অবস্থায় মানুষের ভরসা দু চাকার যান বা মোটর সাইকেল, স্কুটার প্রভৃতি।
দেশের কিছু কিছু গ্রীন জোনে উৎপাদন শুরু করেছে গাড়ি তৈরীর সংস্থাগুলি। কিছু জায়গায় খুলেছে শো-রুম। এগুলি খোলার পর থেকে গত সপ্তাহে দু চাকার গাড়ি বিক্রি হয়েছে মোট প্রায় ১০ হাজার।
হুন্ডাই মোটর গত শুক্রবার থেকে উৎপাদন শুরু করেছে। প্রথম দিনই প্রায় ২০০ টি গাড়ি তৈরী হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়। মারুতিও আগামী ১২ই মে থেকে তাদের হরিয়ানার কারখানায় কাজ শুরু করার কথা জানিয়েছে। তবে বেশীর ভাগ সংস্থাগুলি অনলাইনে বিক্রির ওপর জোর দিচ্ছে। ক্রেতাদের অনলাইনে টেস্ট ড্রাইভ বুকিং এর জন্য বলা হয়েছে। একান্ত দরকার না থাকলে শো-রুমে না আসতে অনুরোধ করা হচ্ছে।
…ARC