সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ সমস্ত রকম ব্যবস্থা নেওয়া সত্ত্বেও দিনদিন বেড়ে চলেছে করোনার প্রকোপ। আরও একবার রেকর্ড বৃদ্ধি ঘটলো আক্রান্তের।
স্বাস্থ্যমন্ত্রক সুত্রের খবর, গত ২৪ ঘন্টায় দেশে করোনা রুগীর সংখ্যা ৪,২১৩ জন। এর ফলে সোমবার অব্দি দেশে মোট করোনা আক্রান্ত ৬৭,১৫২ ও মৃত ২,২০৬। আশার খবর এতাই যে দ্রুত সুস্থ হয়ে ওঠা রুগীর সংখ্যাও নিতান্ত কম না। প্রায় ২০,৯১৭ জন করোনা জয় করে ফিরে এসছেন প্রিয়জনদের কাছে।
ধীরে ধীরে ছন্দে ফিরছে দেশ, কিছু কিছু জায়গায় শিথিল হয়েছে লকডাউন। কিন্তু এর মধ্যেই প্রতিদিন অন্তত ৪ হাজার মানুষের আক্রান্ত হওয়া ভাবাচ্ছে প্রশাসন তথা স্বাস্থ্য আধিকারিকদের।
…ARC
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছেন অল্প উপসর্গ নিয়ে যারা আসছেন তাদের যদি তিনদিনের বেশী জ্বর না থাকে তাহলে তাঁরা বাড়ীতে ফিরে গিয়ে ‘হোম আইসলেশনে’ থাকতে পারেন।