সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ রাজ্য সরকারের প্রধান বিরোধী দল হিসেবে বিজেপির হাতিয়ার এখন রেশন দুর্নীতির সঙ্গে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার বিষয়টিও।
রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কিছুদিন আগেই দাবী করেছেন অধিক সংখ্যক শ্রমিককে ফেরানোর ব্যবস্থা রাজ্য সরকারকেই করতে হবে। এই নিয়ে জেলায় জেলায় প্রতীকী আন্দোলন গড়ে তোলার নির্দেশ দেন তিনি। তাঁর নির্দেশ অনুসারে বিজেপি নেতা-কর্মীরা বিভিন্ন জেলায় ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে সামাজিক দুরত্ব বজায় রেখে বিভিন্ন অঞ্চলে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেন।
এইরকম একটি শান্তিপূর্ণ আন্দোলনের সময় গতকাল বেহালার ১৪ নং বাসস্ট্যান্ডের সামনে থেকে জেলার কিছু নেতৃবৃন্দ ও কর্মীদের পুলিশ গ্রেপ্তার করে এবং পরে চাপে পড়ে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেয়। এই বিষয়ে সিপিএম ও বিজেপি দুই বিরোধী পক্ষই একযোগে বলে, যেভাবে শ্রমিকরা মাইলের পর মাইল হেঁটে প্রায় আধমরা হয়ে ঘরে ফিরছেন তার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করা উচিত।
…ARC