
সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ ভারতকে ভালোবেসে একদা পর্ণস্টার এবং বর্তমানে হিন্দি চলচ্চিত্র জগতের অভিনেত্রী সানি লিওনি প্রায় ৯ বছর ধরে মুম্বাইয়ের বাসিন্দা। জন্মসুত্রে কানাডিয়ান এই নায়িকা ভারতের মাটিতে পাকাপাকিভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েও করোনার ভয়ে চুপিসারে ফিরে গেলে স্বামী-সন্তানসহ মার্কিন মুলুকের লস অ্যাঞ্জেলসে নিজের আগের বাসস্থানে।
সম্প্রতি মাতৃদিবস উপলক্ষ্যে একটি টুইটে দেখা যায় সন্তানসহ তিনি তাঁর নিজের বাড়ি লস অ্যাঞ্জেলসের একটি বাগানে বসে আছেন। তিনি জানান সেখানে তিনি সুরক্ষিত বোধ করছেন কারন সন্তানদের সুরক্ষা তাঁর জীবনে সবচেয়ে আগে প্রয়োজন। এই মন্তব্যের জেরে প্রচুর সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। অনেকেই বলেন ভারতের চেয়ে অনেক বেশী করোনা তে ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা। তাই কিভাবে তিনি সেখানে সুরক্ষিত বোধ করছেন! অনেকে আবার কিভাবে তিনি লকডাউনের মধ্যেও চলে গেলেন সে নিয়েও প্রশ্ন তুলেছে।
প্রসঙ্গত, এখনও একটি তামিল ও একটি পাঞ্জাবি সিনেমার শুটিং বাকি পড়ে আছে তাঁর। আপাতত এই ছবিগুলির মুক্তি অনিশ্চিত।
…ARC