সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ গত মঙ্গলবার থেকে পুনরায় চালু হল অ্যাপ ক্যাব। আপাতত এই পরিষেবা পাওয়া যাবে কোলকাতা, হাওড়া, সল্টলেক ও ব্যারাকপুরে।
-Advertisement-
পরিবহন বিভাগ কিছু শর্তসাপেক্ষে এই পরিষেবা চালু করেছে।
- চালককে যাত্রী নেওয়ার আগে তাঁর ই-পাস পরীক্ষা করে নিতে হবে।
- কোন কনটেইনমেন্ট জোন থেকে যাত্রী তোলা ও নামানো যাবে না।
- দু’জনের বেশী যাত্রী তোলা নিষেধ।
এছাড়া প্রাথমিক শর্তটি হল আপতকালীন পরিষেবার সঙ্গে যুক্ত ব্যাক্তিরাই এখন শুধু এই অ্যাপ ক্যাবের সুবিধা নিতে পারে। সাধারন মানুষের ক্ষেত্রে আপাতত এটি গ্রহণযোগ্য না। এর আগেই বেশ কয়েকটি মেট্রো শহরে এই পরিষেবা চালু হয়ে গেছিল। পশ্চিমবঙ্গেও শুরু হল পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা।
-Advertisement-
…ARC
-Advertisement-