সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ পরিযায়ী শ্রমিক ফেরানোর বিতর্কে যখন উত্তাল বাংলা তথা ভারতের রাজনীতি, সেই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন ১০০ ট্রেন চালু হবে এদের ফিরিয়ে আনতে।
মঙ্গলবার নবান্নে একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন,” লক্ষাধিক মানুষ আটকে পড়ে ভীনরাজ্যে। এদের ধাপে ধাপে আনার জন্য আমরা চালু করতে চলেছি ১০০ টি স্পেশ্যাল ট্রেন।” তিনি আরও বলেন ফেরত আসা শ্রমিকদের বাংলাতেই বিকল্প কাজ দেওয়ার কথা ভাবা হচ্ছে। আপাতত ১০০ দিনের কাজে তাদের বহাল করা হতে পারে। একসাথে এই শ্রমিকদের না ফেরানোর কারণস্বরূপ তিনি বলেন এদের জন্য যথাযোগ্য স্বাস্থ্য ও সুরক্ষার ব্যবস্থা করতে হবে। সবার স্ক্রিনিং প্রয়োজন তাই অল্প করে নিয়ে আসাই সমীচীন।
…ARC