সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ ভারতীয় রেলের পর এবার উদ্যোগ নেওয়া শুরু হল অন্তর্দেশীয় উড়ানের। গত মঙ্গলবার অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফ থেকে এই বিষয়ে সবুজ সঙ্কেত দেওয়া হয়।
-Advertisement-
আপাতত দেশের সব প্রান্তে না হলেও কিছু শর্তসাপেক্ষে চালু হতে চলেছে এই ব্যবস্থা। এক নজরে দেখা যাক শর্তগুলিঃ
- বিমানের ভিতরেও মাস্কের ব্যবহার বাধ্যতামুলক।
- শুধুমাত্র করোনা লক্ষনমুক্ত ব্যক্তিরাই বিমানে ওঠার যোগ্য।
- প্রত্যেক যাত্রীকে বাধ্যতামূলক আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করতে হবে।
- আপাতত যাত্রীদের বয়সসীমা ৭৫ বছর বেঁধে দেওয়া হল অর্থাৎ ৭৫ এর বেশী বয়স্করা বিমানে ভ্রমন করতে পারবেন না।
- একজন যাত্রীর মালের ওজন ২০ কিলোর বেশী হতে পারবে না।
- রান্না করা খাবার পরিবেশন বন্ধ হল বিমানে। পরিবর্তে মিলবে প্যাকেটজাত খাবার ও জল।
- নতুন নিয়মে বিমান কাউন্টার বিমান ছাড়ার ৭৫ মিনিট আগেই বন্ধ হয়ে যাবে যা কিনা আগে ৪৫ মিনিট আগে হত।
দেশের প্রধান শহরগুলির কাছে সংশ্লিষ্ট মন্ত্রকের নির্দেশ চলে এসেছে নতুন ব্যবস্থা ঢেলে সাজানোর জন্য।
-Advertisement-
…ARC
-Advertisement-