
সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ হরিয়ানার জনপ্রিয় গায়িকা ও নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরী বিগ বসের অন্যতম প্রতিযোগী হিসেবে সবার মন জয় করেছিলেন। আবার তিনি জিতে নিলেন মানুষের মন। করোনা এবং লকডাউনের মধ্যে তিনি পাশে দাঁড়ালেন পুলিশদের। যারা দিনরাত এক করে জনগনের সেবায় নিজের জীবন তুচ্ছ করে লড়াই করে চলেছেন তাদের মুখে অন্ন তুলতে স্বপ্না উদ্যোগ নিলেন।
সম্প্রতি একটি ভিডিওতে দেখা যাচ্ছে তিনি দিল্লির নজফগড়ের পুলিস কর্মীদের জন্য সবজি কেটে, রান্না করছেন। শুধু তাই নয়, পুলিস কর্মীদের জন্য পুরি তৈরি করতেও দেখা যায় তাঁকে। এর মাধ্যমে স্বপ্নার মানবিক দিকটি সবার সামনে উঠে আসে। এসবের পাশাপাশি করোনার জেরে ক্ষতিগ্রস্থদের জন্য অর্থ সংগ্রহ করতেও দেখা যায় তাঁকে।
সুত্রঃ জি নিউজ
…ARC