-Advertisement-

একশো কুড়ি নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিস থেকে অন্নদান –

Behala

সংবাদ ভাস্কর নিউজ : মারণ ভাইরাস করোনা শুধু মানুষের প্রাণবায়ুকে গ্রাস করছে না, শুষে নিচ্ছে অর্থনীতিকেও। 50 দিন টানা লকডাউন এর জেরে গোটা বিশ্বের অর্থনীতি ধুঁকছে ।তার সঙ্গে কল-কারখানা বন্ধ, বন্ধযাবতীয় উৎপাদন। অনেকদিন লকডাউন এর ফলে, মানুষদের রুটি-রোজগারের প্রায় বন্ধের পথে। এই অবস্থায় দুমুঠো অন্ন তুলে দিতে এগিয়ে এলেন একশো কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ।

-Advertisement-

350 জনের মত গরীবদের হাতে অন্ন তুলে দেন।

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-