সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ করোনা সংকটকালে খাদ্যসচিবের পর বদল হল স্বাস্থ্যসচিবের। নতুন স্বাস্থ্যসচিব হয়ে এলেন নারায়ণ স্বরূপ নিগম।

আগে তিনি ছিলেন পরিবহন দফতরের সচিব। ১৯৯৮ ব্যাচের এই আইপিএস ক্যাডার এর আগে তাঁর নিজের দপ্তরের দায়িত্ব সুষ্ঠভাবে পালন করে এসেছেন।
নবান্ন সুত্রের খবর ত্রাণ বন্টন ও রেশন দুর্নীতি প্রকাশ্যে আসায় এবং বিরোধীদের চাপে আগের স্বাস্থ্যসচিব মনোজ আগরওয়ালকে সরিয়ে দেওয়া হয়। প্রায় ৪০০ রও বেশী ডিলারকে শোকজ করা হয় এবং অনেকের লাইসেন্সও বাতিল করা হয়। এখন দেখা এই যে নতুন স্বাস্থ্যসচিব কতটা শক্তহাতে এই দুর্নীতি দমন করে সমভাবে খাদ্যবন্টন করতে পারেন।
সুত্রঃ জি নিউজ
…ARC