সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ কেন্দ্র ও রাজ্য দু-পক্ষের আশঙ্কাই যে অমুলক নয় তা জানিয়ে দিল সাম্প্রতিক তথ্য। গত সাত দিনের নিরিখে এই তথ্যে দেখা যাচ্ছে গোটা দেশে পরিযায়ী শ্রমিক প্রবেশের পর করোনা আক্রান্তের সংখ্যা হঠাৎ করে বেড়ে গেছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এদের ফেরানো নিয়ে সংক্রমণের আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন। এমনকি প্রধানমন্ত্রীও এই শ্রমিকদের তাদের কর্মস্থলে রাখারই পক্ষপাতী ছিলেন। কিন্তু মানবিকতা ও এদের ঘরে ফেরার তাগিদের কাছে হার মেনে অবশেষে কিছু স্পেশ্যাল ট্রেনে এদেরকে ফেরানোর ব্যবস্থা করা হয়। এরপরই আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ে।
রাজ্যের নিরিখে যদি হিসেব দেওয়া যায় তবে দেখা যাচ্ছে পরিযায়ীদের মধ্যে অন্ধ্রপ্রদেশে যারা ফিরেছে তাদের মধ্যে ৩৭ জন করোনা-আক্রান্ত, তেলেঙ্গানায় ২৫ জন, বিহারে প্রায় ১৯৫ জন এবং ওড়িশায় গত ২৪ ঘন্টায় ১০১ জনের শরীরে মিলেছে নতুন করে করোনাভাইরাসের নিদর্শন।
এই তথ্য দেখে চিন্তার মেঘ ঘনাচ্ছে দেশের ভবিষ্যতের দিকে। সঠিক পরীক্ষা এবং উপযুক্ত ব্যবস্থা নিতে না পারলে যে আগামী দিনগুলি আরও সংশয়ের তা বলার অপেক্ষা রাখে না।
…ARC